ভারত থেকে বেনাপোল হয়ে আসা ৫২৮ জনকে খুলনার ১২টি কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে। ১ মে থেকেই তারা আছেন সেখানে। কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন থাকা বাধ্যতামূলক হওয়ায় তারা বাড়ি ফিরতে পারবেন ১৪ মে। সেক্ষেত্রে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন বা ঈদের পরদিন বাড়ি যেতে পারবেন তারা।
Advertisement
ভারতফেরতদের রাখার জন্য খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি ১১ প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিজের খরচে থাকতে হচ্ছে।
শনিবার (৮ মে) রাত ৮ পর্যন্ত খুলনায় ভারতফেরত ৫২৮ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন। তাদের দেখভাল ও চিকিৎসা সেবায় কাজ করছে সিভিল সার্জনের তিনটি মেডিকেল টিম।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী বলেন, ১ মে থেকে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত ৫২৮ জনকে ১২টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেন্টারের জন্য ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে। কোয়ারেন্টাইনে সবাইকে নিজ খরচে খাবার গ্রহণ করতে হচ্ছে। সেন্টার থেকেই তাদের খাবারের জোগান দেয়া হচ্ছে।
Advertisement
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘ভারতফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা তাদের চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছি। তাদের চিকিৎসা সেবায় আমাদের তিনটি টিম আছে। টিমগুলো প্রতিদিন প্রতিটি সেন্টারে গিয়ে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। নিয়মিত তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।’
আলমগীর হান্নান/এসজে/জিকেএস