জাতীয়

কামরাঙ্গীরচরে নিম্নআয়ের ৫০০ পরিবার পেল কাউন্সিলরের ঈদ উপহার

কামরাঙ্গীরচরে পাঁচ শতাধিক নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যপণ্য ও শাড়ি-কাপড় বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাঈদুল মাদবর।

Advertisement

শনিবার (৭ মে) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘এই করোনাকালে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করে যাচ্ছেন। তিনি করোনাকালে নিম্নআয়ের ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বারবার নগদ অর্থ এবং বিভিন্ন ত্রাণসামগ্রী অনুদান হিসেবে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আন্তর্জাতিক বিশ্বে একটি বিরাট দৃষ্টান্ত। এই মহৎ কাজের জন্য আমরা তার প্রশংসা করি ও দোয়া করি।’

কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আজকে আমাদের এই আয়োজন এবং তার নির্দেশে আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরাও এই নিম্নআয়ের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখেছেন, এর আগেও আমরা নগদ অর্থ বিতরণ করেছি। আজও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করছি। ঈদে যাতে এই নিম্নআয়ের মানুষ ছেলে-মেয়ে নিয়ে ঈদ উপভোগ করতে পারে, একটু ভালো খেতে পারে এজন্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য এই ঈদসামগ্রী বিতরণ করছি।

Advertisement

অনুষ্ঠানে সাইদুল ইসলাম মাদবর বলেন, ‘আমরা কামরাঙ্গীরচরের ৫৭ নম্বর ওয়ার্ডে ৫০০ দুস্থ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছি। গরীব দুঃখীদের মাঝে ঈদের হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত।’

এমএমএ/এআরএ/এমকেএইচ