গাজীপুরের কালীগঞ্জে বন্ধুদের হাত খরচের টাকা থেকে স্থানীয় হতদরিদ্র ও কর্মহীন ৯৩ পরিবারকে ঈদ উপহার দিয়েছে কালীগঞ্জ পাইলট স্কুল (কেপিএস) নামের এসএসসি-২০০২ ব্যাচ গ্রুপ।
Advertisement
শনিবার (৮ মে) বিকেলে গ্রুপের সদস্যরা সবার বাড়িতে গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেন। উপজেলার তুমলিয়া ইউনিয়নের ১২ জনসহ কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী, দড়িসোম, মুনশুরপুর, বলীগাঁও ও ভাদগাতি গ্রামের ৯৩ কর্মহীন পরিবারকে এ ঈদ উপহার দেয়া হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- এক কেজি পোলাও চাল, এক কেজি খিচুড়ির চাল, হাফ কেজি মসুরের ডাল, এক প্যাকেট সেমাই, ১০০ গ্রাম দুধ, হাফ কেজি চিনি, হাফ কেজি পেঁয়াজ, ১০০ গ্রাম কিসমিস।
নাম প্রকাশে অনিচ্ছুক কেপিএস এসএসসি-২০০২ ব্যাচ গ্রুপের একজন জানান, প্রায় ৫০ জন বন্ধু নিয়ে তারা ফেসবুকে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছেন। সেখানে শুধু এসএসসি-২০০২ সালের ব্যাচের বন্ধুরা আছেন। তারা সবাই মিলে কিছু সামাজিক কর্মকাণ্ড করেন।
Advertisement
তিনি আরও জানান, দেশের করোনাকালে সবার অবস্থাই খারাপ। তবে বিশেষ করে দিন আনে দিন খায় এমন মানুষের অবস্থা একটু বেশি খারাপ। তাই বন্ধুরা মিলে স্থানীয় কিছু কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারকে ঈদ উপহার দেয়া হয়।
আব্দুর রহমান আরমান/এসজে/জিকেএস