ধর্ম

সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর ১৩ মে!

চাঁদ দেখার ওপর নির্ভরশীল পবিত্র ঈদুল ফিতর। আগামী ১২ মে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তবে টাইমঅ্যান্ডডেট ডটকম (timeanddate.com/)-এ বাংলাদেশে ১৩ মে পবিত্র ঈদুল ফিতরের তারিখ দেখানো হয়েছে।

Advertisement

জাতীয় চাঁদ দেখা কমিটি ১২ মে বুধবার শাওয়াল মাসের চাঁদ ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। বুধবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ১৩ মে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

যদি ১২ মে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ১৪ মে শুক্রবার।

আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও ইরানের ঘোষণা

Advertisement

তবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং ইরানও পবিত্র রমজানের রোজা ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করেছে। আমিরাতউইমেন ডটকম-এর খবরে বিশিষ্ট আরব জ্যোতির্বিদদের মতে ২০২১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজানের রোজা শুরু হবে বলে তারা জানিয়েছিল। সে হিসাবেই শুরু হয়েছে ১৪৪২ হিজরির রমজানের রোজা।

আবার সে সময় তারা ২০২১ সালের ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে আশা প্রকাশ করেছে। এ ছাড়া টাইমঅ্যান্ডডেট ডটকমের তথ্য থেকেও জানা যায় যে, সংযুক্ত আরব আমিরাতে ১৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

ইন্দোনেশিয়া থেকে প্রকাশিত সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির রমজান মাসের শুরুর দিন এবং ঈদুল ফিতরের তারিখও আগে ঘোষণা করেছে।

তাদের ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার শুরু হবে বলা হয়েছিল। বাস্তবেও তাই হয়েছে।

Advertisement

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে বলে জানিয়েছিল। অর্থাৎ এই দিন ঈদুল ফিতর পালিত হবে।

এছাড়া তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই রোববার। আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০ জুলাই, মঙ্গলবার।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস। এদিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে উল্লেখ করেছে।

সুতরাং বাংলাদেশের আকাশে ১২ মে মোতাবেক ২৯ রমজান পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ১৩ মে বাংলাদেশেও পালিত হবে ঈদুল ফিতর। এমনই তথ্য দিয়েছে টাইমঅ্যান্ডডেট ডটকম।

এ সাইটটিতে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সাত বছরের ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। পবিত্র ঈদুল ফিতর কবে হবে এটা নিশ্চিত করতে ১২ মে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, আরবি মাস, রমজানের রোজা, ঈদুল ফিতর, আরাফার দিন, কুরবানি, আশুরা, রবিউল আউয়াল- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।

এমএমএস/এমকেএইচ