কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন।)
Advertisement
শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিহতের ছোট ভাই ও বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (৭ মে) রাতে ঢাকার ভাড়া বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত ১০টার দিকে তাকে রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Advertisement
২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. ছারওয়ার আলম বাজিতপুর উপজেলায় টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন।
শনিবার (৮ মে) বিকেল ৪টায় বাজিতপুর ডাক বাংলো মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সারোয়ার আলমের মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নূর মোহাম্মদ/এএইচ/জিকেএস
Advertisement