সিলেটের জকিগঞ্জে গ্রেফতার উপজেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ মে) দুপুর আড়াইটায় জকিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Advertisement
শনিবার দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
এরআগে শুক্রবার (৭ মে) বিকেলের দিকে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের (মামুনুল হক) সাধারণ সম্পাদক ও উপজেলার বারহাল ইউনিয়নের নিজগ্রামের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে।
Advertisement
জয়নুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম।
তিনি বলেন, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে এ মামলায় আরও ১১জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন হেফাজত-শিবির ও বিএনপি নেতারা। এসময় তারা ওই এলাকায় নাশকতা করার চেষ্টা করেন।
পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখসহ বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতে ইসলামের প্রায় ৩০-৩৫ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় জয়নুল ইসলামকেও গ্রেফতার দেখানো হয়েছে।
Advertisement
এর আগে গত বৃহস্পতিবার (৬ মে) রাতে সিলেট থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ছামির মাহমুদ/এসএমএম/এমএস