দেশজুড়ে

শক্তিমান চাকমা হত্যা মামলায় গ্রেফতার ১

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মার হত্যা ঘটনায় মিন্টু চাকমা (৩৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় একটি এলপি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, নোটবুক ও পাঁচটি মোবাইল সিম জব্দ করা হয়।

Advertisement

শুক্রবার (৭ মে) রাতে নানিয়ারচরের বেতছড়ির ১৮ মাইলে নিজ বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতার মিন্টু চাকমা প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের সদস্য।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ও সেনা জোনের যৌথ সহায়তায় নানিয়ারচর থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এসময় তার শয়নকক্ষ থেকে অস্ত্র ও যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।

Advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি-জেএসএসের (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে হত্যা করা হয়

শংকর হোড়/এসএমএম/এমএস