দেশজুড়ে

সাতক্ষীরায় ভারতফেরত আরও ১৬০ জন কোয়ারেন্টাইনে

বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে দেশে ফেরা আরও ১৬০ জনকে সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ মে) দেশে ফিরলে তাদের শহরের আল কাসেম ইন্টারন্যাশনাল, টাইগার প্লাস ও উত্তরা আবাসিক হোটেলে রাখা হয়েছে।

Advertisement

এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, যশোরে কোয়ারেন্টাইনের জন্য জায়গা না থাকায় সাতক্ষীরার তিনটি হোটেলে ভারতফেরত যাত্রীদের রাখা হয়েছে। তাদের কেউ অসুস্থ হলে বা কারোও করোনা শনাক্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। জেলায় এখন পর্যন্ত ৩০০ জনকে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। নতুন করে আরও অনেকে আসতে পারেন। আগতদের সব ধরণের সহযোগিতা করা হবে।

তবে ভারত থেকে আসা কয়েকজন জানান, দেশে ফেরার পর অর্থ সঙ্কটে রয়েছেন তারা। হোটেলের নোংরা পরিবেশ ও খাবার না পাওয়ার অভিযোগসহ নানা অব্যবস্থাপনার কথা জানান তারা।

ভারতফেরত অসহায় যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি বিভিন্ন পদক্ষেপ নিলেও সাতক্ষীরায় আগতদের দুর্ভোগ বেড়েই চলেছে বলে তাদের অভিযোগ।

Advertisement

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস