দেশজুড়ে

খুলনায় কোয়ারেন্টাইনে ভারতফেরত ৪৪৫ জন

ভারত থেকে বেনাপোল হয়ে আসা ব্যক্তিদের খুলনার ১১টি কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার (৭ মে) রাত পর্যন্ত খুলনায় ভারতফেরত ৪৪৫ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন।

Advertisement

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী বলেন, ১ মে থেকে ভারত থেকে আসা ৪৪৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

খুলনার বিভিন্ন হোটেল, সরকারি-বেসরকারি ১১ প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। সেখানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেন্টারের জন্য ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে।

কোয়ারেন্টাইনে সবাইকে নিজ খরচে থাকতে হচ্ছে। তবে সেন্টার থেকেই তাদের খাবার দেয়া হচ্ছে।

Advertisement

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ভারতফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা তাদের চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছি। আমাদের তিনটি দল সেখানে কাজ করছে। তারা প্রতিদিন প্রতিটি সেন্টারে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।

আলমগীর হান্নান/এসএমএম/এএসএম