জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকৃতিবাদী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ’ (এনসিআই) এর উদ্যোগে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও এর পাশের এলাকায় আবর্জনা পরিষ্কার করার মধ্যদিয়ে এ কর্মসূচি পালিত হয়।চার ঘণ্টাব্যাপি এই পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার আবর্জনা পরিষ্কার করে এবং সেগুলো নির্দিষ্ট স্থানে সরিয়ে ফেলা ও জনসচেতনতা বাড়ানোর কাজ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ব্যানার লাগানো হয় এবং পর্যটকদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অতিথি পাখি পর্যবেক্ষণে উৎসাহী করা হয়।কর্মসূচি শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন বলেন, ‘আমরা চাই মানুষ এরকম সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে নিজেদের ব্যক্তিজীবনেও এর যথার্থ প্রয়োগ করবে। নিঃসন্দেহ এটি একটি ভালো উদ্যোগ।’এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিআই সভাপতি ফৌজিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জহিল ইসলাম চৌধুরী। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।হাফিজুর রহমান/বিএ
Advertisement