আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ০৭ মে ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে ২৫ জন নিহত

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। শহরের হাসারেইজিনহো এলাকায় মাদক পাচারকারীরা তাদের দলের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে এমন খবরে পুলিশ সাদা পোশাকে অভিযান চালালে এই গোলাগুলি হয়।সংঘর্ষের সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

শনি বা রোববার পৃথিবীতে আছড়ে পড়বে চীনা রকেট : পেন্টাগন

Advertisement

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন ধারণা করছে, পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ আগামী শনি বা রোববার পৃথিবীর বুকে আছড়ে পড়বে। তবে ঠিক কোন সময়ে ও কোথায় এটি পড়বে তা জানা এখনও সম্ভব হয়নি।এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, চীনা রকেটটি গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নেই। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে, এই রকেটের ধ্বংসাবশেষ জনবহুল অঞ্চলে বিধ্বস্ত হতে পারে আবার আন্তর্জাতিক জলসীমাতেও পড়তে পারে।

পেটেন্ট উন্মুক্তের পক্ষে রাশিয়া ফ্রান্স ইতালি, বিপক্ষে জার্মানি

করোনাভাইরাসরোধী টিকার পেটেন্ট বা মেধাসম্পদ উন্মুক্তের প্রস্তাবে সায় দিয়েছে রাশিয়া, ফ্রান্স ও ইতালি। তবে এখনো এর ঘোর বিরোধী জার্মানি। আর এতদিন বিরোধিতা করা ইউরোপীয় ইউনিয়ন বলছে, তারা এই ইস্যু নিয়ে আলোচনায় বসতে রাজি। বুধবার করোনারোধী এক ডোজের টিকা স্পুটনিক লাইট উন্মুক্তের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনিও করোনা টিকার পেটেন্ট উন্মুক্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একমত।

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অবস্থা সঙ্কটাপন্ন

Advertisement

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও সংসদের বর্তমান স্পিকার মোহাম্মাদ নাশিদের অবস্থা সঙ্কটাপন্ন পর্যায়ে রয়েছে। বেশ কয়েকটি অস্ত্রপচারের পর তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৫৩ বছর বয়সী নাশিদ বৃহস্পতিবার রাজধানী মালের বাড়ি থেকে বের হয়ে তার গাড়িতে প্রবেশের সময় পাশে থাকা একটি মোটরবাইকে লাগানো বোমা বিস্ফোরিত হয়। মালের অধিবাসীরা জানান, বোমার শব্দ পুরো শহর জুড়ে শোনা গেছে।

আফগানিস্তানে আচমকা বন্যায় ৫০ জনের মৃত্যু

আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতের জেরে কয়েকটি প্রদেশে আচমকা বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে আহত তিন, ৬ষ্ঠ গ্রেডের ছাত্রী আটক

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকের গুলিতে দুই শিক্ষার্থী ও এক কর্মী আহত হয়েছেন। তাদের দিকে এই গুলি চালিয়েছে ওই স্কুলেরই ৬ষ্ঠ গ্রেডের এক ছাত্রী। তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আইডাহোর রিগবি মিডল স্কুলে ঘটেছে এ ঘটনা। জেফারসন কাউন্টি শেরিফ স্টিভ অ্যান্ডারসন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ছাত্রীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণ: আইএইচএমই

বিশ্বজুড়ে গত দেড় বছরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৬৯ লাখ মানুষ মারা গেছেন, যা দেশগুলোর সরকারি হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশন (আইএইচএমই)-এর বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। আইএইচএমই’র প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ দেশ শুধু হাসপাতালে মারা যাওয়া রোগীদের গণনা করায় মৃতের প্রকৃত সংখ্যা গোপন থেকে যাচ্ছে।

ভারতে ফের সংক্রমণের রেকর্ড, মৃত্যু আজও প্রায় ৪০০০

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বৃহস্পতিবার (৬ মে) দেশটিতে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে। এ দিন ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ হাজার বেশি। আর এই সময়ে মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন। ভারতে এ নিয়ে টানা ১০ দিন ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হলো। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪০ জন।

উন্নত দেশগুলোর চেয়ে একাই বেশি গ্রিনহাউস গ্যাস ছড়ায় চীন

বিশ্বের উন্নত দেশগুলো সম্মিলিতভাবে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, তার চেয়ে একাই বেশি নিঃসরণ করছে চীন। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রোডিয়াম গ্রুপ জানিয়েছে, ২০১৯ সালে এক চীন থেকেই বিশ্বের ২৭ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে। এ তালিকায় দ্বিতীয় যুক্তরাষ্ট্র। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তাদের অবদান ১১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভারত গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ করতে ইসরায়েলকে ইউরোপের অনুরোধ

পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মান বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে ইউরোপের ক্ষমতাধর পাঁচটি দেশ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য এ অনুরোধ জানায়। ইউরোপীয় দেশগুলোর বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরায়েলের সরকারকে অনুরোধ জানাই তারা যেন অধিকৃত পশ্চিম তীরের হার হোমা ই অঞ্চলে ৫৪০ ইউনিট বসতি নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বসতি সম্প্রসারণের নীতি বন্ধ করে।’

এমকে/এএসএম