জাতীয়

মাতুয়াইলে ২ হাজার পরিবারকে খাদ্যপণ্য দিলেন কাউন্সিলর সেন্টু

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নিম্নআয়ের দুই হাজার পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া সেন্টু।

Advertisement

শুক্রবার (৭ মে) বিকেলে মাতুয়াইল ঈদগাহ মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। তিনি বলেন, গত বছর এবং এবার করোনা মহামারিতে সমাজের দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত খাবার বিতরণ করছেন সামসুদ্দীন ভূঁইয়া সেন্টু। এখন ঈদুল ফিতরের আগে সবার পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সবাই দরিদ্রদের পাশে দাঁড়ালে সমাজে কেউ অনাহারে-অর্ধাহারে থাকবে না।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া সেন্টু বলেন, সবার মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। বিতরণ করা খাদ্যপণ্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement

খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর ছেলে কাজী খায়রুল ইসলাম রনি, ডিএসসিসির ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন লাকী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য দিদারুল ইসলাম দিদার, সাবেক সহ-সম্পাদক আয়নাল হক মিন্টু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ফরাদ চৌধুরী, সাইদুর রহমান সাদেক প্রমুখ।

এমএমএ/এআরএ/এএসএম