দেশজুড়ে

বাগেরহাট আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।  সভাপতি, সিনিয়র সহসভাপতি, জুনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদও তাদের দখলে। নির্বাচনে এ.কে.আজাদ ফিরোজ টিপু সভাপতি পদে ১৭৯  ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের  মো. আব্দুল হাই পেয়েছেন ১৫৪ ভোট। অন্যদিকে, ১৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হাওলাদার অজিয়ার রহমান পিকলু। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. লুৎফর রহমান ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনপি সমর্থিত প্রার্থী মো. নওয়াব হোসেন পেয়েছেন ১৬৩ ভোট। অপরদিকে, জুনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সলিমুল্লাহ শেখ সেলিম ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কে.এম মনোয়ার হোসেন পেয়েছেন ১৬০ ভোট।বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১৫টি পদের জন্য আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল থেকে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৩৬৪ জন ভোটারের মধ্যে ৩৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

Advertisement