আইন-আদালত

ভার্চুয়াল শুনানি : নিম্ন আদালতে ১৮ দিনে ৩১২০৮ জনের জামিন

সারাদেশে ১৮ কার্যদিবসে অধস্তন (নিম্ন) আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৫৮ হাজার ৬০৫টি আবেদন নিষ্পত্তি করে ৩১ হাজার ২০৮ জন জামিন পেয়েছেন।

Advertisement

শুক্রবার (৭ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার (৬ মে) সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ৬৩৬টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৯১৭ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মোট ১৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫৮ হাজার ৬০৫ ট মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এতে মোট ৩১ হাজার ২০৮ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

Advertisement

এফএইচ/এমএসএইচ/এমএস