বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েসের পর শেষ দিকে আসহার জাইদির দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় দলটি।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ সূচনা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে ৫৬ রানের সংগ্রহ এনে দেন দলকে। মাত্র ২৪ বলে ৪২ রানের দারুণ ইনিংস খেলে বোপারার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন। ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।লিটনের বিদায়ের পর দলীয় ২০ রান তুলতেই দ্রুত আরও দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। তবে চতুর্থ উইকেট জুটিতে আসহার জাইদিকে নিয়ে সে চাপ সামলে নেন ইমরুল। ৬২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান।দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন আসহার জাইদি। ৩৬ বলে ৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন এই আফগানি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ইমরুলের ব্যাট থেকে। ৪৫ বলে ১টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করেন এই ওপেনার।সিলেটের পক্ষে মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার রবি বোপারা। আরটি/একে/আরআইপি
Advertisement