দেশজুড়ে

মধ্যরাতে ঝড়ে গাছচাপায় প্রাণ গেল দম্পতির, বেঁচে গেল নাতি

নীলফামারীতে সদর উপজেলায় গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫৩) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪২)।

স্থানীয়রা জানায়, ঝড়ের সময় ওই দম্পক্তি নাতি মোজহিদুল ইসলাম জাহিদসহ (৪) ঘুমাচ্ছিলেন। এসময় ঝড়ো হাওয়ায় গাছ উপরে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পত্তি। ভাগ্যক্রমে বেঁচে যায় নাতি।

নিহতের বড় ছেলে মমিনুর রহমান (২৫) বলেন, রাতে ঝড় শুরু হলে বাড়ির ভেতরে থাকা একটি আম গাছ ও মেহগনী গাছ উপড়ে ঘরের উপর পড়ে। এতে বাবা ও মা চাপা পড়ে। তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, শুক্রবার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আক্তার ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন ও পরিবারটিকে উপজেলা পরিষদের পক্ষে ১০ হাজার টাকা সহয়তা প্রদান করেন।

তিনি আরও জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা পাওয়ার তালিকায় ছিলেন ঘুটু মিয়া। কয়েকদিন পরই এ টাকা পেতেন তিনি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ মারা গেলে ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা দেয়া হয়। সেই মাফিক পরিবারগুলোকে সরকারিভাবে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

জাহেদুল ইসলাম/এসএমএম/এমএস/এএসএম