ক্যাম্পাস

ববির স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের সভা কক্ষে ফলাফল ঘোষণা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. ইমামুল হক।তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় মোট পাশের হার ২২.৩৬ ভাগ। এর মধ্যে ‘ক’ ইউনিটে ২৬.০৩ ভাগ, ‘খ’ ইউনিটে ১৬.৮১ ভাগ, ‘গ’ ইউনিটে ২৬.১২ ভাগ এবং ‘ঘ’ ইউনিটে ২০.৫০ ভাগ পাশ করেছে।মেধা তালিকায় সর্বোচ্চ মেধা স্কোর ‘ক’ ইউনিটে ১৬৯.৪০, ‘খ’ ইউনিটে ১৫৮.৫০, ‘গ’ ইউনিটে ১৭৭.৮০।সর্বনিম্ন মেধা স্কোর ‘ক’ ইউনিটে ১১১.০০, ‘খ’ ইউনিটে ১০৩.১৬ এবং ‘গ’ ইউনিটে ১০১.৬৮। এবারের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিলো ৭১.৮৭ ভাগ। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৮ বিভাগে এক হাজার ৩শ` আসনের বিপরীতে মোট ভর্তির আবেদন করেছিলেন ২৭ হাজার ৫শ` ৬৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৯ হাজার ৮ শ` ৯২ জন। গত শুক্র ও শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও সিটি ক্যাম্পাসসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.barisaluniv.ac.bd) পাওয়া যাবে বলে জানানো হয়েছে।সাইফ আমীন/এমজেড/আরআইপি

Advertisement