হতাশাজনক শ্রীলংকা সফরের পর আসন্ন অস্ট্রেলিয়া সফরে তার দল কিছুটা গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।অধিনায়ক হোল্ডার বলেন, স্বাগতিক অস্ট্রেলিয়া দলের মিডল অর্ডারের দুর্বলতা কাজে লাগাতে পারলে আসন্ন তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়রা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারবে।অনভিজ্ঞ একটি দল নিয়ে গত অক্টোবরে শ্রীলংকা সফরে ২-০ ব্যবধানে পরাজিত হওয়া ক্যারিবিয় অধিনায়ক হোল্ডার আগামী সাত সপ্তাহের ‘মিশন ইম্পোসিবল’ নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন।সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজ মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এ সিরিজে বিশ্বের দ্বিতীয় সেরা অসি দলে কিছু দুর্বলতা খুঁজে পেয়েছেন বলেও উল্লেখ করেন হোল্ডার।ব্রিজবনে সাংবাদিকদের হোল্ডার বলেন, ‘আমরা কিছু দুর্বলতা দেখেছি, যা আমরা কাজে লাগাতে পারি। প্রত্যেক ব্যাটসম্যান ও বোলারকে পর্যালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কন্ডিশনের সঙ্গে ভালভাবে মানিয়ে নিতে কিছু পরিকল্পনাও অপরিহার্য।’এসকেডি/আরআইপি
Advertisement