স্বাস্থ্য

বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১৭০৩ জন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও ১ হাজার ৭০৩ জন করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা নেন তারা।

Advertisement

গত ২৫ এপ্রিল পর্যন্ত বিএসএমএমইউতে করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন। আজ বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৪ হাজার ৩০৪ জন।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ পর্যন্ত ৯৪ হাজার ১৮৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

অন্যদিকে করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৫১৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮০৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬৯ জন। বর্তমানে ভর্তি আছেন ৯৪ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

Advertisement

এদিকে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ে কেবিন ব্লকের ৬১১নং কেবিনে চিকিৎসাধীন সংসদ সদস্য মো. সাইমুন সরওয়ার কমলের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এমইউ/এমএসএইচ/জিকেএস