দেশজুড়ে

করোনা মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্যাম্পেইন

করোনা মোকাবিলায় দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৬ মে) ভার্চুয়ালি এই ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

Advertisement

এরই অংশ হিসেবে ‘সঠিক নিয়মে মাস্ক পরি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি’ শীর্ষক লেখা সম্বলিত নতুন একটি ফেসবুক ফ্রেম তৈরি করা হয়েছে। নতুন এই ফ্রেম সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ব্যবহার করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমান।

উপাচার্য বলেন, ‘কারোনাকালে আমরা কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি। এই সময়ে অত্যাবশ্যক হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আমাদের আজকের এই ক্যাম্পেইনের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। মাস্ক পরা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার মধ্যদিয়ে আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই যাতে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার উৎকর্ষতার যে প্রতিশ্রুতি সেটিও যেন নিশ্চিত করতে পারি। বিভিন্ন সময়ে এই ধরনের মহামারি মানুষ সম্মিলিতভাবে মোকাবিলা করতে পেরেছে। এবারের সঙ্কটও আমরা বিজ্ঞানভাবনা দিয়ে কাটিয়ে উঠতে সক্ষম হবো বলে বিশ্বাস করি।’

মো. আমিনুল ইসলাম/ইএ/জিকেএস

Advertisement