করোনাভাইরাস বারবার ধরন বদলে পূর্বের চেয়ে আরও ভয়ংকরভাবে কাবু করছে মানুষকে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ইউরোপের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে।
Advertisement
এরই মধ্যে ভয়ংকর হয়ে দেখা দিয়েছে করোনাভাইরাসের ভারতীয় ধরন। এ ধরন দেশটিতে যেমন দ্রুত বিস্তার লাভ করছে তেমনই ছড়িয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
ইতোমধ্যে ইউরোপ-আফ্রিকার কয়েকটি দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এবার সিঙ্গাপুরেও মিললো করোনার এ ধরনের আক্রান্ত রোগী।
মঙ্গলবার (৪ মে) সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসেসের পরিচালক কেনেথ ম্যাক মঙ্গলবার বলেন, ট্যান টক সেঙ হসপিটালে (টিটিএসএইচ) করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়েছে।
Advertisement
সহযোগী অধ্যাপক ম্যাক আরও বলেন, তিনটি স্থানীয় ক্লাস্টারে মোট সাত জনের মধ্যে ভাইরাসের (বি১৬১৭২) ভারতীয় ধরনের উপস্থিতি রয়েছে।
টিটিএসএইচ হাসপাতালে আক্রান্ত ৫ জনের মধ্যে একজন নার্স ও একজন চিকিৎসকও রয়েছেন। বাকি দু’জনের একজন হচ্ছেন চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা এবং অপরজন হলেন কমিউনিটি কেয়ারের ক্লিনার।
ম্যাক করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। মহামারি দেখা দেয়ার পর থেকেই সিঙ্গাপুর সতর্ক ছিল। বিশ্বের বিভিন্ন দেশে যখন সংক্রমণ-মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছিল তখন সিঙ্গাপুর লকডাউন-কোয়ারেন্টিনসহ এ ভাইরাস প্রতিরোধে জরুরি সব পদক্ষেপ নেয়।
ফলে দেশটিতে মাত্র ৬১ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ৩১ জনের।
Advertisement
এমআরএম/জেআইএম