সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায় র্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে মনির বাহিনীর প্রধান বনদস্যু মো. মনির খলিফা (৩৫) ও তার অপর সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০) নিহত হয়েছেন। সোমবার সকালে সুন্দরবনের গহীন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় র্যাব সদস্যরা বনদস্যুদের ব্যবহৃত দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ` রাউন্ড গুলি উদ্ধার করে। র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদ জাগো নিউজকে জানান, সোমবার সকালে সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায় বনদস্যু মনির বাহিনীর প্রধান মনির খলিফা ও তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময়ে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দস্যুরা গুলি ছোড়া বন্ধ করে পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়ান্ত্র ও ৩`শ রাউন্ড গুলি উদ্ধার করে। তিনি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি একনলা বন্ধুক, সাতটি বন্দুক, চারটি কাটা রাইফেল, একটি দোনালা বন্দুক, একটি টুটুরোর রাইফেল ও পাঁচটি ওয়ান শুটার গান ও ৩`শ রাউন্ড গুলি। নিহত বনদস্যু মনির ও তার সহযোগী নিহত নুর মোহাম্মদ ভোলা (৪০) দীর্ঘ দিন ধরে সুন্দরবন উপকুলে দস্যুতা করে আসছিলো। নিহত বনদস্যু ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মংলা থানায় সোপর্দ করা হবে বলে র্যাব জনায়।শওকত আলী বাবু/এমজেড/পিআর
Advertisement