স্বাস্থ্য

শূন্যের কোঠায় আনা হবে এইচআইভির প্রকোপ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় অনেক কম। তারপরও এর প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে  প্রধানমন্ত্রী এ কথা বলেন।স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচি’র আওতায় বাংলাদেশ সরকার ও এনজিওদের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও এইচআইভি’তে আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসাসেবা ও সহযোগিতা প্রদানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ওই সকল কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৭টি মেডিকেল কলেজসহ মোট ১২টি সরকারি হাসপাতালে এইচআইভি রোগ শনাক্তকরণ, চিকিৎসা, এইচআইভি’তে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং কাউন্সিলিং সেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে।তিনি বলেন, সেক্টর প্রোগ্রামের আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের নিয়ে বিভিন্ন এইচআইভি প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি এইডস সম্পর্কিত সকল তথ্যাদি একত্রিতকরণ ও সংরক্ষণের কাজ সক্রিয়ভাবে চলমান রয়েছে। তার সরকারের এ সকল কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু: নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ অঙ্গীকার পালনে এইচআইভি আক্রান্তের প্রতি সামাজিক বৈষম্য রোধ, এইচআইভি আক্রান্তে মৃত্যুার হ্রাস, এমডিজি-৬ ও এসডিজি-৩ এর এইডস সম্পর্কিত টার্গেট অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে তার সরকার দাতাগোষ্ঠী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত এবং এ লক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।এএসএস/এসকেডি/আরআইপি

Advertisement