দেশজুড়ে

বরিশাল আ.লীগ ও বিএনপির ১২ মেয়র প্রার্থীর তালিকা কেন্দ্রে প্রেরণ

বরিশালের ছয়টি পৌরসভা নির্বাচনে চারটিতেই বর্তমান পৌর মেয়রদের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কেবল বানারীপাড়া বর্তমান পৌর মেয়রের পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উজিরপুর নবগঠিত পৌরসভার জন্য উপজেলা যুবলীগ সভাপতির নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে, বিএনপির প্রার্থীরা পৌর মেয়র পদে এর আগে কেউই নির্বাচিত হননি। সেই বিবেচনায় ছয পৌরসভায় বিএনপির সকলেই নতুন মুখ।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস জাগো নিউজকে জানান, বাকেরগঞ্জের জন্য বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া, গৌনদীর জন্য বর্তমান মেয়র মো. হারিচুর রহমান হারিস, মেহেন্দিগঞ্জের বর্তমান মেয়র মো. কামাল উদ্দিন খান ও মুলাদীতে বর্তমান মেয়র সফিক উজ্জামান রুবেল স্থানীয় মনোনয়ন বোর্ডের তালিকায় রয়েছেন। কেবল বানারীপাড়া পৌরসভায় বর্তমান মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুভাষ চন্দ্র শীল এবং নবগঠিত উজিরপুর পৌরসভার জন্য উপজেলা যুবলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিনকে মেয়র পদে নির্বাচনের জন্য নাম প্রস্তাব করে কেন্দ্র পাঠানো হয়েছে।  তিনি আরো বলেন, সন্ধ্যায় সংসদীয় কমিটির বৈঠকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত যোগ দেবেন। সংসদীয় কমিটির সভায় থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বলে জানান এমপি ইউনুস।এদিকে, বিএনপি নির্বাচনের সময় পেছানোর দাবি তোলায় তাদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা পেতে ২/১ দিন বিলম্ব হতে পারে বলে জানান জেলা বিএনপির দফতর সম্পাদক মো. নূরুল আলম রাজু।  বরিশাল জেলা বিএনপি (উত্তর) সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ জানান, জেলার ৩টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর তালিকা ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। এরা হলেন, মেহেন্দিগঞ্জের জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, গৌরনদী পৌরসভার জন্য পৌর বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং মুলাদির জন্য বিএনপি নেতা হারুন অর রশীদ।জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন জানান, তারা বানারীপাড়া পৌর সভার জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান মাস্টার, বাকেরগঞ্জের জন্য পৌর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মোল্লা আর উজিরপুর পৌরসভার জন্য শহীদ হোসেন খানের নাম কেন্দ্রে আজই পাঠিয়েছেন। তবে বিভিন্ন ধরনের সমস্যার কথা মাথায় রেখে এই তালিকার সঙ্গে দ্বিতীয় পছন্দের প্রার্থীর তালিকাও পাঠানো হয়েছে বলেও জানান তিনি।সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement