অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ২০২১ সালের আসর। দেশে ফিরতে শুরু করেছেন আইপিএলের বিদেশি খেলোয়াড়রা। দুই-একদিনের মধ্যে বাংলাদেশে চলে আসার কথা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানেরও।
Advertisement
তবে দেশে ফেরার আগে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে র্যাপিড ফায়ার সাক্ষাৎকার দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে যাওয়া সাকিব। জানিয়েছেন সতীর্থদের নিয়ে মজার সব তথ্য এবং নিজেদের পছন্দের অনেক কিছু।
যেখানে ছিল দৈব শক্তির (সুপার পাওয়ার) মাধ্যমে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস দূর করতে চাওয়ার আকুতি। জাগো নিউজের পাঠকদের জন্য সেই র্যাপিড ফায়ারের চুম্বকাংশ তুলে ধরা হলো:
প্রশ্ন: এক বসায় কতটি গোলগাপ্পা (ফুচকাজাতীয় খাবার) খেতে পারবেন?সাকিব: আমার সামনে যতগুলা থাকবে, এমনকি ১০০টিও।
Advertisement
প্রশ্ন: সাঈদ আকরামের মতো ব্যাটিং নাকি ওয়াসিম আকরামের মতো বোলিং- কোনটি করতে চাইবেন?সাকিব: দুইটিই
প্রশ্ন: ঢাকা নাকি কলকাতা- কোন জায়গার জ্যাম বেশি বাজে?সাকিব: আমি বলবো ঢাকা! কারণ দেশে অনেক সময় বাইরে থাকতে হয় আমাকে। তাই বেশি দেখেছি জ্যাম। কলকাতায় মাঠ থেকে হোটেলেই যাতায়াত শুধু।
প্রশ্ন: মোবাইলে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন?সাকিব: ইউটিউব।
প্রশ্ন: মাহমুদউল্লাহ, মুশফিক ও তামিম- একশ মিটার দৌড়ে কাকে হারাতে পারবেন?সাকিব: এটা খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমি মুশফিককে হারাতে পারব।
Advertisement
প্রশ্ন: বাংলাদেশ দলে সবচেয়ে বেশি পুশ-আপ নিতে পারে কে?সাকিব: নাজমুল হোসেন শান্ত।
প্রশ্ন: মাছজাতীয় খাবার কোথায় সবচেয়ে ভালো পাওয়া যায়? ইংল্যান্ড, ক্যারিবিয়ান নাকি মাগুরা?সাকিব: মাগুরা।
প্রশ্ন: ক্রিকেট নিয়ে কথা বলার জন্য আপনার পছন্দের মানুষ কে?সাকিব: আমার দুই কোচ। সালাউদ্দিন স্যার (মোহাম্মদ সালাউদ্দিন) ও ফাহিম স্যার (নাজমুল আবেদিন ফাহিম)।
প্রশ্ন: ছক্কা হাঁকানোর জন্য সবচেয়ে কঠিন মাঠ কোনটি?সাকিব: আমার মতে মেলবোর্ন! কারণ এই মাঠের বাউন্ডারি অনেক বড়।
প্রশ্ন: উইকেটের পেছনে কে বেশি কথা বলেন? দিনেশ কার্তিক নাকি মুশফিকুর রহীম?সাকিব: দিনেশ কার্তিক।
প্রশ্ন: আপনার সতীর্থদের মধ্যে নিজের ওয়ার্ক-আউট রুটিন নিয়ে কথা বলতে পছন্দ করে?সাকিব: মুশফিকুর রহীম।
প্রশ্ন: ক্রিকেটের বাইরে কোন খেলাটি আপনি টিকিট কেটে দেখবেন?উত্তর: ফুটবল। জাতীয় দল হলে আর্জেন্টিনা ও ক্লাব হলে বার্সেলোনার যেকোনো ফাইনাল ম্যাচ।
প্রশ্ন: আপনাকে কোনো সুপার পাওয়ার দেয়া হলে, কোনটা নেবেন? সাকিব: এই পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করার মতো যেকোনো সুপার পাওয়ার নিবো আমি।
এসএএস/এমকেএইচ