করোনায় বিপর্যস্ত ভারত। দেশটির মানুষ এখন প্রায় অসহায়। এই অবস্থায় অনেক বলিউড তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান। বরাবরের মতো এবারও তার ছবি থেকে পাওয়া অর্থের একটি অংশ দেয়া হবে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষদের।
Advertisement
কলকাতা২৪-এর খবরে বলা হয়, ১৩ মে মুক্তি পেতে যাওয়া সালমান খান অভিনীত ‘রাধে–ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি থেকে প্রাপ্ত আয়ের একটি অর্থ করোনার ত্রাণে দেয়া হবে। সেখান থেকে সহায়তা পাবেন অসহায় মানুষ।
বিষয়টি জানিয়েছে ছবির প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ এবং সালমান খান ফিল্মস।
জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের এক মুখপাত্র বলেন, ‘আমাদের গোটা দেশ একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই একজন দায়বদ্ধ কর্পোরেট সংস্থা হিসেবে এই কঠিন লড়াইয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা রাখছি ‘রাধে’ মুক্তি পাওয়ার পর সেখান থেকে যে পরিমাণ অর্থ আমরা করোনা ত্রাণে দান করব, তা বহু মানুষের সহায়তায় আসবে।’
Advertisement
জেডএইচ/এমকেএইচ