শেষ হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন। চলছে ভোট গণনার কাজ। সন্ধ্যা ৭টার মধ্যে ভোট গণনা শেষ হলেই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। এর আগে ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকেই সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন সদস্যরা। এ বছর মোট এক হাজার ২শ’ ৭০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।এবার সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দীন ও দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশা ভোটযুদ্ধে লড়ছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মুরসালিন নোমানী ও গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ ও ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক (অনলাইন) ফেরদাউস মুবারক। যুগ্ম-সম্পাদক পদে আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন ও বাসসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক পদে আমাদের অর্থনীতির অর্থনৈতিক স্টাফ রিপোর্টার হাসান আরিফ ও অর্থনীতি প্রতিদিনের কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক পদে ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শেখ মুহাম্মদ জামাল হোসাইন ও আরটিভির বিশেষ প্রতিনিধি ফারুক খান, দফতর সম্পাদক পদে প্রাইমনিউজ ডটকমের মেহদী আজাদ মাসুম ও নাজমুল আহসান তৌফিক এবং ক্রীড়া সম্পাদক পদে যায়যায়দিনের ক্রীড়া প্রতিবেদক আমিনুল ইসলাম লিটন ও কালবেলার মুজিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।আরএম/এসএইচএস/পিআর
Advertisement