আইন-আদালত

ব্লিৎস পত্রিকার সম্পাদকের জামিন আপিলে স্থগিত

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা এক মামলায় ব্লিৎস পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে তিনি এখন আর মুক্তি পাচ্ছেন না।সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান। শোয়েব চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী তবারক হোসেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২০১৪ সালের ৯ জানুয়ারিতে করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে সাত বছরের সাজা দেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ২০১৫ সালের ২০ আগস্ট তাকে ছয় মাসের জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে ২ সেপ্টেম্বর আট সপ্তাহের জামিন স্থগিত করেন। এরপর সোমবার আপিল বিভাগ শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে ৪ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন বলে জানান খন্দকার দিলীরুজ্জামান।এরপর সোমবার আপিল বিভাগ শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে ৪ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন বলে জানান খন্দকার দিলীরুজ্জামান।মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৯ নভেম্বর শোয়েব চৌধুরী ইসরায়েলে যাওয়ার উদ্দেশে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে (বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অব পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি ও সিডি উদ্ধার করা হয়। ২০০৩ সালের ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলে এই কনফারেন্স হওয়ার কথা ছিল।পরে ২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানায় সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ। এফএইচ/এসএইচএস/আরআইপি

Advertisement