স্বাস্থ্য

বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১৪০০ জন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও ১ হাজার ৪০০ জন করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা নেন তারা।

Advertisement

গত ২৫ এপ্রিল পর্যন্ত বিএসএমএমইউয়ে করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন। আর আজ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩২ হাজার ৬০১ জন।

এদিকে বেতার ভবনের আরটি-পিসিআর ল্যাবে বুধবার পর্যন্ত পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ১৫৫ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। বেতার ভবনের ফিভার ক্লিনিকে একই সময় পর্যন্ত ৯৩ হাজার ৯৮৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে আজ সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৯৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শত জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ৯৩ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন।

Advertisement

এমইউ/এমএসএইচ/এএসএম