টাঙ্গাইলের মির্জাপুরে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।
Advertisement
উদ্বোধনী দিনে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের পন্ডিত আলী নামে এক কৃষকের কাছ থেকে তিন টন ধান সংগ্রহ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাব্বির আহমেদ মুরাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার, থানা মসজিদের খতিব মওলানা মো. ফরিদ হোসাইন প্রমুখ।
চলতি মৌসুমে মির্জাপুরে প্রতি কেজি ২৭ টাকা দরে বোরো ধান সংগ্রহ করা হবে। এ উপজেলায় ২ হাজার ৮৪৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। কৃষকের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি এ ধান ক্রয় করা হবে।
Advertisement
আগামী ১৬ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ মুরাদ জানিয়েছেন।
এস এম এরশাদ/এসজে/জেআইএম