জাতীয়

৫০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল র‌্যাব

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

বুধবার (৫ মে) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় র‌্যাব-১ এর আয়োজনে এই ত্রাণ সহায়তা বিতরণ করেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিকেলে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, করোনা মহামারির কারণে অসহায় ও দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। র‌্যাব সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। চলমান করোনা মহামারিতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে। ক্ষতিগ্রস্ত দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের পাশে দাঁড়িয়েছে। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে এবং দেশের যেকোনো আপদকালীন মুহূর্তে র‌্যাব সর্বদা মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে।

Advertisement

এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাব-১ এর আয়োজনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব-১ এর অধিনায়ক ও র‌্যাব সদর দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এএএইচ/জেআইএম

Advertisement