পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। কোমলমতি শিশুদের মনোযোগ বাড়াতে আনন্দমুখর পরিবেশে পাঠদান করাতে হবে। তাহলে শিশুরা স্কুলগামী হবে। সহজেই তারা ঝরে পড়বে না। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর চণ্ডীপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।তিনি আরও বলেন, সরকার শিশুদের প্রাথমিক শিক্ষায় আগ্রহী ও শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষার শুরুতেই উপবৃত্তি প্রদান, স্কুল প্রিডিং, বিনামূল্যে শিক্ষা উপকরণ ও ইন্টার মেডিয়েট পর্যন্ত বিনামূলে শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের ব্যাপক উন্নয়ন তুলে ধরে বলেন, শিক্ষা বান্ধব সরকার জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রয়োজনীয় অনুদান দিচ্ছে। শিশুদের সঠিক সময় ও নিয়মিত স্কুলে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান।এসময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারেছ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুর রহমান খোকন, শিল্প ও বাণিজ্য সম্পাদক, এসএম শামসুজ্জামান দুলাল, উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চণ্ডীপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষীর মোহন রায়।এর আগে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন একই ইউনিয়নের সিংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।রবিউল এহসান রিপন/এমজড/পিআর
Advertisement