তথ্যপ্রযুক্তি

যাত্রা শুরু করলো অ্যাড্রেস বাংলাদেশ

বাংলাদেশে এই প্রথম অনলাইনে চালু হলো উন্নয়ন কর্মকান্ডের একটি সোস্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম অ্যাড্রেস বাংলাদেশ (www.addressbangladesh.com). এর উদ্দেশ্য হচ্ছে, সোস্যাল নেটওয়ার্ক ভিত্তিক বাংলাদেশের উন্নয়ন বিষয়ক একটি প্লাটফর্ম তৈরি করা।অ্যাড্রেস বাংলাদেশ হবে সমাজের জন্য উন্মুক্ত একটি প্লাটফর্ম আর এর মূল বিষয় হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। তবে তা কেবল অর্থনৈতিক উন্নয়নে সীমাবদ্ধ নয়। দেশ ও সমাজের জন্য প্রয়োজন যেমন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, আবাস, বিনোদন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় থাকবে। উন্নয়নের সকলক্ষেত্রের সঙ্গে থাকবে খেলাধুলার উন্নয়নও। এখানে বিষয়গুলো নানাভাবে উপস্থাপিত হবে। একই সঙ্গে দেয়া হবে দক্ষতাবৃদ্ধির জন্য নানামাত্রিক অনলাইন/অফলাইন প্রশিক্ষণ।তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ডেন (ডিজিটাল ইকুয়ালিটি নেটওয়ার্ক) এবং ডেন ওয়েব কানাডার  যৌথ উদ্যোগে পরিচালিত হবে এ পোর্টালটি। উন্নয়নের নতুন এ অনলাইন প্লাটফর্মে একইসঙ্গে অনেক মডিউল আছে। যা সোস্যাল মিডিয়া নেটওয়ার্কে প্রথম। কেবল দেশে নয় বিদেশেও এ সুবিধা চালু হয়নি। এখানে রয়েছে সোস্যাল নেটওয়ার্কিং, ফিচার, ইন্টারভিউ, পেজ, গ্রুপ, ব্লগ এবং ই লার্নিং। পুরো বিষয় ডিজাইন করা হয়েছে বাংলাদেশের উন্নয়ন কে কেন্দ্র করে। একই সঙ্গে উন্নয়নমূলক ভিডিওচিত্র থাকবে এ পোর্টালে। ইস্যুভিত্তিক আলোচনায় অংশগ্রহণের সুযোগ থাকবে অ্যাড্রেস বাংলাদেশে । যেকোনো উন্নয়নমূলক বিষয় নিয়ে ব্লগ পোস্ট করা যাবে। প্রতিষ্ঠানসমূহ নিজেদের সফলতার কাহিনী লিখতে পারবেন যার মাধ্যমে অন্যরা অনুপ্রাণিত হতে পারবে।অ্যাড্রেস বাংলাদেশের উদ্যোক্তা তারিক আলম ও মাহমুদ টোকন বলেন, দ্য আইসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ডেন ২০০৩ সাল থেকে দেশে তথ্য প্রযুক্তি এবং উন্নয়ন বিষয়ে কাজ করে চলেছে। গ্লোবাল হাউস অব অ্যাডভান্সড টেকনোলজি (ঘাট) প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে এ প্রতিষ্ঠান কাজ করেছে। আজ এক যুগ পর তারা দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে বিভিন্ন ভাবে দক্ষতাবৃদ্ধি, শিক্ষাগ্রহণ ও সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের সামনে এগিয়ে যাওয়ার মাধ্যম হবে এটি।’        

Advertisement