দেশজুড়ে

সরকারি চাল বিতরণকালে হামলা, মারধর

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি চাল বিতরণকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ কুঠির হাতিয়ার’ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মঞ্জুকে মারধর করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

Advertisement

বুধবার (৫ মে) সকাল পৌনে ১০টার দিকে হাতিয়া ডিগ্রি কলেজের আফাজিয়া ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হামলার শিকার মঞ্জু জানান, নোয়াখালী জেলা প্রশাসকের বরাদ্দকৃত ৬০০ কেজি চাল হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হাতিয়া ডিগ্রি কলেজর ক্যাম্পাসে বিতরণের সময় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ কুঠির হাতিয়ার নেতৃবৃন্দ ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছিল। এর আগে স্বেচ্ছাসেবী সংগঠনটি ইউএনওর নির্দেশে ওই ত্রাণ বিতরণের জন্য জনপ্রতি ১০ কেজি করে ৬ শতাধিক লোকের তালিকা তৈরি করে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ক্ষুব্ধ হন।

তিনি আরও জানান, বুধবার সকালে ত্রাণের চাল বিতরণকালে ক্ষমতাসীন দলের স্থানীয় ছাত্রলীগ নেতা রুবেল ও ইউনুছের নেতৃত্বে ১৫-২০জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। এক পর্যায়ে তাকে ধরে নিয়ে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

Advertisement

যদিও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেছেন, ‘একটু ভুল বুঝাবুঝি হয়েছে। পরে সব ঠিকঠাক হয়ে গেছে।’ তিনি এখন ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

এসজে/এমএস