ইউরোপিয়ান ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’। এবারের আসরটি হবে উৎসবের তৃতীয় বছর। এর আগে আরো দুইবার এই উৎসব আয়োজন করা হয়েছিলো।আগামী ২ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান উৎসবে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন।আনুষ্ঠানিকতা শেষে মাল্টার চলচ্চিত্র ‘সিমশার’ প্রদর্শনীর মধ্য দিয়ে যাত্রা শুরু হবে ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবের। তবে সাধারন দর্শকরা উৎসবে প্রদর্শিত ছবিগুলো দেখার সুযোগ পাবেন ৩ ডিসেম্বর থেকে। সেদিন থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত চলা ৯ দিনব্যাপি এই উৎসবে প্রতিটি টিকিট ২০০ টাকার বিনিময়ে সংগ্রহ করে ছবি উপভোগ করতে পারবেন তারা। মাল্টার চলচ্চিত্র ‘সিমশার’ ছাড়া আরো প্রদর্শিত হবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১৪টি দেশের মোট ১৪টি ছবি। সেগুলো হলো ‘উইন উইন’ (সুইজারল্যান্ড), ‘অ্যা গান ইন ইচ হ্যান্ড-উনা পিসটলা এন কাডা মানো’ (স্পেন), ‘প্যাডিংটন’ (যুক্তরাজ্য) ‘অ্যাটিলা মার্সেল’ (ফ্রান্স), ‘অ্যাটমেন (অস্ট্রিয়া), ‘দ্য হান্ড্রেড ইয়ারস ওল্ড ম্যান’ (সুইডেন), ‘ফিন’ (নেদারল্যান্ড)’ ‘দ্য অ্যাগ্রিমেন্ট’ (ডেনমার্ক), ‘লেসনস অফ অ্যা ড্রিম’ (জার্মানি), ‘ভেসনা’ (স্লোভেনিয়া)’ ‘দ্য লিজেন্ড অফ দ্য ফ্লাইং কাপরিয়ান’ (দ্য শ্লোভাক রিপাবলিক), ‘বিফোর ফ্লাইং ব্যাক টু আর্থ’ (দ্য রিপাবলিক অব লিথুনিয়া)’ ‘রাফিকি-বেস্টইভেনার’ (নরওয়ে), এবং ‘দ্য আওয়ার্স অব দ্য লিনক্স’ (ডেনমার্ক)।দেশের দর্শকদের কাছে ইউরোপীয় চলচ্চিত্রকে তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য। পাশাপাশি উন্নত বিশ্বের এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও গভীর করে তোলাও একটি অন্যতম লক্ষ্য। এলএ
Advertisement