অর্থনীতি

দুই বীমার শেয়ারের অস্বাভাবিক দাম, সতর্ক করল ডিএসই

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের যে দাম বেড়েছে তাকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

Advertisement

এজন্য বুধবার (৫ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, কোম্পানি দুটির শেয়ারের দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে ৩ মে কোম্পানি দুটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানি দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১২ মার্চ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৫ টাকা। যা টানা বেড়ে ৮৬ টাকা ৭০ পয়সায় উঠেছে। অর্থাৎ দুই মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩১ টাকার ওপরে।

Advertisement

অপরদিকে গত ১৪ মার্চ মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম ছিল ৩০ টাকা। যা টানা বেড়ে ৪৭ টাকা ৮০ পয়সায় উঠেছে। অর্থাৎ দুই মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ টাকার ওপরে।

এমএএস/এআরএ/এমকেএইচ