রাজনীতি

খালেদার উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার সহায়তা করছে : হানিফ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাতে দেশের উন্নত চিকিৎসা সেবা যাতে পায়, সেজন্য সরকার সব ধরনের সহায়তা করছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

Advertisement

মঙ্গলবার (৪ মে) রাজধানীর বংশাল থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ার পর আমরা সবাই উনার সুস্বাস্থ্য কামনা করেছি। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তিনি যাতে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা পেতে পারেন, তার জন্য সরকার সহায়তা করে আসছে। আমাদের সরকার সব সময় সেই সহায়তা করতে প্রস্তুত।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি শুধু সরকারের সমালোচনা করছে। কিন্তু করোনা মহামারিতে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে না।

Advertisement

হানিফ বলেন, দেশকে যারা ভালবাসেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন। এই বাংলাদেশ এক সময় জামায়াত-বিএনপির দুঃশাসনে অন্ধকারে চলে গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আলোয় উদ্ভাসিত। আজকে বিশ্ব সম্প্রদায়ও বলছে- শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে অগ্রগতি।

তিনি বলেন, এ উন্নয়ন মেনে নিতে না পেরে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন ধর্মের নামে হেফাজতের আড়ালে সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। দেশের উন্নয়নেক বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, হেফাজত নেতাদের মুক্তির দাবির মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে, তারা এসব জ্বালাও পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জান্নাতুল বাকীয়া এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এসইউজে/এএএইচ/জেআইএম