বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে মঞ্চ নাটকের উৎসব ‘থিয়েটার সপ্তাহ-২০১৫’। নাট্য সংগঠন থিয়েটারের আয়োজনে এই উৎসেবর উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত লাকী।‘সবার উপরে জীবন সত্য’ স্লোগান নিয়ে আয়োজিত সাত দিনব্যাপি এই আসরে দলটির নিজস্ব ৭টি নাট্য প্রযোজনার মঞ্চায়ন হবে। এর মধ্যে উৎসবকে ঘিরে একটি নতুন নাটকও মঞ্চে নিয়ে আসছে ‘থিয়েটার’। তারমধ্যে উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে আবদুল্লাহ আল মামুন রচিত ও নির্দেশিত নাটক ‘কোকিলারা’। নাটকটির নব-রূপায়ন করেছেন সুদীপ চক্রবর্তী।এরপর দিন ৫ ডিসেম্বর উদ্বোধনী মঞ্চায়ন হবে দলটির নতুন নাটক ‘মায়া নদী’র। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মারুফ কবির। ৬ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘কুহুকজাল’। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।৭ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘মুক্তধারা’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। ৮ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। সৈয়দ শামসুল হক রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। নব-রূপায়ন করেছেন সুদীপ চক্রবর্তী।৯ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘বারামখানা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। আর ১০ ডিসেম্বর উৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটক ‘মেরাজ ফকিরের মা’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন।এ ছাড়া সমাপনী আয়োজনের অংশ হিসেবে ১০ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।জাতীয় নাট্যশালায় প্রতি সন্ধ্যা ৭টায় টিকিটের বিনিময়ে নাটকের মঞ্চায়ন হবে। সেমিনার সবার জন্য উন্মক্ত থাকবে।এলএ
Advertisement