তাইওয়ান ও চীন নিজেদের মধ্যে কারাদণ্ডে দণ্ডিত গুপ্তচর বিনিময় করেছে। চলতি মাসের প্রথম দিকে তাইওয়ান ও চীনের শীর্ষ দুই নেতার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের পরই বন্দি বিনিময়ের এই পদক্ষেপ নেওয়া হয়। সোমবার তাইওয়ান সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।তাইওয়ান সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ঝু গংজুয়ান এবং কর্নেল জু চেঙ্গাওকে মুক্তি দিয়েছে চীন। তাইওয়ানের এই দুই সামরিক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীন ২০০৬ সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। দীর্ঘ ৯ বছর পর তারা মুক্তি পেয়েছেন। অপরদিকে চীনের গুপ্তচর লি জিহাওকে আগাম প্যারোলে মুক্তি দিয়েছে তাইওয়ান। বিবৃতিতে তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র চার্লস চেন বলেন, দ্বিপাক্ষিক বৈঠকের পর যে ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সুনামের ভিত্তিতেই এ পদক্ষেপ। তবে এ বিষয়ে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরে ৬৬ বছর পর দুই দেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৪৯ সালে গৃহযুদ্ধে পরাজিত চীনা জাতীয়তাবাদী সরকার তৎকালীন চীনা দ্বীপ তাইওয়ানে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করে সরকার পরিচালনা অব্যাহত রাখে। কিন্তু মূল ভূখণ্ডে কমিউনিস্টরা মাও সেতুংয়ের নেতৃত্বে পৃথক সরকার গঠন করে। তখন থেকে তাইওয়ানে স্বতন্ত্র শাসনব্যবস্থা অব্যাহত রয়েছে। তবে চীনের নেতাদের প্রত্যাশা তাইওয়ান একদিন তাদের সঙ্গে একীভূত হবে।এসআইএস/পিআর
Advertisement