অর্থনীতি

বিআরটিসির কর্মচারীদের বেতন পরিশোধে ৮ কোটি টাকা ঋণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) ৮ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে অর্থ বিভাগ।

Advertisement

মঙ্গলবার (৪ মে) অর্থবিভাগে বিটিআরসির চেয়ারম্যানের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগের এই ঋণের টাকা বিআরটিসিকে ২০২২ সালে মে মাসে ৪ কোটি টাকা এবং ২০২৩ সালের মে মাসে বাকি ৪ কোটি টাকা পরিশোধ করতে হবে।

জানা গেছে, বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটভুক্ত ‘আর্থিক প্রতিষ্ঠান বহির্ভূত সংস্থার জন্য ঋণ’ কোড হতে শর্ত সাপেক্ষে ৮ কোটি টাকা সুদমুক্ত ঋণের সম্মতি জ্ঞাপন করা হয়।

ঋণের শর্তে বলা হয়েছে, বরাদ্দ অর্থ টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অর্থ পরিশোধ ব্যতিত অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না, এই টাকা সরকারি ঋণ হিসাবে গণ্য হবে, ঋণচুক্তি স্বাক্ষরের পরবর্তী ২ বছরে বার্ষিক সমান কিস্তিতে ঋণের অর্থ পরিশোধযোগ্য হবে, বরাদ্দ অর্থ চলতি (২০২০-২১) অর্থবছরের বাজেটের সংশ্লিষ্ট কোডে প্রতিফলিত করতে হবে।

Advertisement

এর আগে গত বছর বিআরটিসিকে একই শর্তে ৪ কোটি টাকা ঋণ দিয়েছিল অর্থ বিভাগ।

আইএইচআর/এমএসএইচ/জেআইএম