রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পরেছে ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। এটি দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি হয়েছে ১৬ হাজার ২৫০ টাকায়।
Advertisement
মঙ্গলবার (৪ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় কিনে নেন।
এরআগে সোমবার (৩ মে) রাতে খালেক সরদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এসময় মাছটি একনজর দেখতে ৫নং ফেরিঘাট এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।
ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ভোরে রাতে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে খালেক সরদার নামের এক জেলের জালে বড় এক পাঙ্গাস ধরা পড়ে। পরে মাছটি ওজন করে দেখা যায়, পাঙ্গাসটির ওজন ১৩ কেজি।
Advertisement
তিনি আরও জানান, সকালে মাছটি ওই জেলে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে তিনি এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন। এখন একটু লাভের মাছটি বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছেন।
সীমিত লাভে মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।
রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ
Advertisement