দেশজুড়ে

মেহেরপুর পৌরসভা মেয়রের কুশপুতুল দাহ

মেহেরপুর পৌরসভার মেয়র মোতাচ্ছিম বিল্লা মুতু ও আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের ষড়যন্ত্র, মামলা প্রত্যাহার এবং মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুতুল দাহ করেছে সচেতন পৌরবাসী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কাসারীপাড়াস্থ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লা মুতু ও আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের কুশপুতুল দাহ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ সচেতন পৌরবাসীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আগামী ২৩ নভেম্বরের আগে যদি নির্বাচনের সুষ্টু পরিবেশ তৈরি করা না হয় তাহলে পৌর মেয়রকে এই রাস্তায় কুশপুতুল দাহ করার মতো পুড়িয়ে মারা হবে।আতিকুর রহমান টিটু/এসএস/আরআইপি

Advertisement