দেশজুড়ে

খুলনার ৮ কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত ১৪৯ জন

সোমবার (৩ মে) পর্যন্ত ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসা ১৪৯ জনকে খুলনার ৮টি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

Advertisement

সোমবার খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউসুফ আলী বলেন, ‘সোমবার দুপুর পর্যন্ত খুলনায় ১৪৯ জনকে পাওয়া গেছে। তাদের হোটেল ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে ৮ স্থানে রাখা হয়েছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পরিকল্পনা রয়েছে।’

ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় ২৬ এপ্রিল সীমান্তে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। এরপর ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার জন্য যশোর ও বেনাপোলের ২৯টি হোটেলকে নির্দিষ্ট করা হয়েছে।

Advertisement

এছাড়াও পাশের সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ ও নড়াইলের হোটেলগুলোও কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।

আলমগীর হান্নান/এমএইচআর