রাজনীতি

চিকিৎসকদের পরামর্শ নিয়ে খালেদার বিষয়ে ব্যবস্থা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিষয়ে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

Advertisement

সোমবার (৩ মে) সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, ‘আপনারা জানেন এভারকেয়ারে বেগম খালেদা জিয়া পরীক্ষা-নিরীক্ষার জন্য ছিলেন। শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড সার্বক্ষণিক উনাকে নজরদারিতে রেখেছেন।’

তিনি বলেন, ‘আজ হঠাৎ উনার (খালেদা জিয়া) শ্বাসকষ্ট হওয়ার কারণে উনাকে সিসিইউতে পাঠানো হয়। সেখানেই উনি চিকিৎসাধীন আছেন। দেশ ও বিদেশের চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

খালেদা জিয়ার অবস্থা এই মুহূর্তে কেমন এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক জাহিদ বলেন, ‘আমি মিনিট দুয়েক আগে তার সাথে কথা বলে আসছি। যেকোনো সময় মানুষে এমন পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে। কেন এমন হলো তা পরীক্ষা করে জানা যাবে। এখন আর কিছু বলতে পারছি না।’

কেএইচ/এমআরআর/এমএস