বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া হাইকোর্টে ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব ও তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক আমিনুল ইসলামের বিশেষ আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে আদালতে হাজির হওয়ার কারণে মহামান্য বিচারক জামিন দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারে সময় দায়ের করা মামলায় হাইকোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালাস দিলেও খালেদা জিয়ার মামলা চলমান রাখার নির্দেশ দিয়েছেন। একই মামলায় দুই রকম রায়ের কারণে খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আরও বলেন, হাইকোর্ট একইসঙ্গে শেখ হাসিনার মামলা বাতিল করলেও খালেদা জিয়ার মামলা বাতিল না করার দুঃখ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। ন্যায় বিচার পেতে তারা সুপ্রীমকোর্টে যাবেন এবং মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য তারা সেখানেও আপিল করবেন বলে জানান তিনি। এর আগে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা জিয়া। পরে আদালত জামিন মঞ্জুর করে শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন।এমএম/আরএস/এমএস
Advertisement