রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে-ছিটে কার্যক্রম পরিচালনা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা। দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও টার্গেট কিলিংয়ের মাধ্যমে সরকার পতনের ষড়যন্ত্রের করছে তারা। তাদের এই কর্মকাণ্ডে পরোক্ষভাবে মদদ দিচ্ছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্র জানায়, গত দু`মাসে ২০ জনেরও বেশি জেএমবির সদস্য গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে অধিকাংশই পাকিস্তানের পাসপোর্টধারী। গ্রেফতারদের মোবাইল এবং ই-মেইলে আইএসআইয়ের সঙ্গে যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে।সর্বেশেষ রোববার শাহজালাল বিমানবন্দর এবং খিলগাঁও থেকে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বৈত নাগরিক ছিলেন ইদ্রিস শেখ। সে গত ২ বছরে ৪৮ বার পাকিস্তানে গিয়েছে। তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিবি। এর মধ্যে একটি স্পাই মোবাইল ছিল। সেই মোবাইলটি দিয়ে আইএসআইয়ের এক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্পাই মোবাইল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থা একে ট্রেস করতে পারে না। তবে গ্রেফতারের পর যোগাযোগের স্পষ্ট প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এছাড়াও মোবাইলটির সূত্র ধরেই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই-কমিশনের এক নারী সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থারা। তবে ওই নারীর সম্পর্কে এখনো স্পষ্ট কোন তথ্য পায়নি গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “মোবাইল ফোনের সূত্র ধরে আমরা জানতে পারি, একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সেই মোবাইলে সে বাংলাদেশের বিষয়ে তথ্য আদান-প্রদান করতো। একটি দেশের হাই-কমিশনের ঊর্ধ্বতন পর্যায়ের এক নারী কর্মকর্তার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল তার।” ইদ্রিস ছাড়াও একই অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন- মো. মকবুল শরীফ, মো. ছালাম ও মো. মোস্তফা জামান। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ডিবি জানায়, মকবুল ১৯৮৫ সাল থেকে পাকিস্তানে যাতায়াত করে। সেখানে কাপড়ের ব্যবসায়ের আড়ালে বাংলাদেশে জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট ছিল তার। মোস্তফা জামান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অ্যাসিসটেন্ট ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। মোস্তফা জামান এবং ছালাম উভয়েরই পাকিস্তানে নিয়মিত যোগাযোগের প্রমাণ পেয়েছে ডিবি। এআর/জেই্উ/জেএইচ/আরএস/এমএস
Advertisement