বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বুলসের সংগ্রহ ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬ রান।টানা ব্যর্থতার জন্য টেইলরের পরিবর্তে দলে আশা এভিন লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিলকারাত্নে দিলশান। পরের ওভারে আমিরের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে সাজঘরে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। তৃতীয় ওভারে শফিউলের বলে সাব্বির সাজঘরে ফিরলে চাপে পরে যায় বরিশাল। এদিন ঘরের মাঠে তিনটি পরিবর্তন এনেছে চিটাগাং ভাইকিংস। এবারের আসরের প্রথম বারের জন্য একাদশে সুযোগ পেয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। এছাড়া জীবন মেন্ডিসের পরিবর্তে একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা। এছাড়া ইয়াসির আলীর পরিবর্তে এসেছেন আসিফ হাসান।অপরদিকে বরিশাল বুলসও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছেন। আগের তিনটি ম্যাচে নিষ্প্রভ থাকা টেইলরের পরিবর্তে একাদশে এসেছেন এভিন লুইস। তরুণ বাঁহাতি স্পিন অলরাউন্ডার মেহেদী মারুফকে নিয়েছে তারা।চিটাগাং ভাইকিংস :তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, এনামুল হক জুনিয়র, জিয়াউর রহমান, শফিউল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ আমির, কামরান আকমল, আসিফ হাসান, তিলকারাত্নে দিলশান ও এল্টন চিগুম্বুরা।বরিশাল বুলস :মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মোহাম্মদ সামি, নাদিফ চৌধুরী, সেকুগে প্রসন্ন, রনি তালুকদার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, কেভিন কুপার, মেহেদী মারুফ, এভিন লুইস, তাইজুল ইসলাম।আরটি/এমআর/পিআর
Advertisement