জাতীয়

বিএনপির দাবি নাকচ : ভোট ৩০ ডিসেম্বরেই

আসন্ন পৌরসভা নির্বাচনের তারিখ পেছানো নিয়ে বিএনপি যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে পূর্বঘোষণা অনুযায়ী ৩০ ডিসেম্বরই পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণায় এমপিদের সুযোগ দেয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার বিএনপি নির্বাচন পেছানোসহ ১৫ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ চেয়ে সিইসির কাছে আবেদন করে। জাতীয় পার্টি মনোনয়নপত্র দাখিলের সময় ১০ দিন বাড়ানো ও সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ দেয়ার দাবি করে সিইসির কাছে।এরই  প্রেক্ষিতে নির্বাচন কমিশন বৈঠক করে। বৈঠকে পৌরসভা নির্বাচন না পেছানো ও সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয় বলে কমিশন সূত্রে জানা যায়।ইসি কর্মকর্তারা জানান, ডিসেম্বররেই নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা আছে। তাছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, পরীক্ষা। আবার অনেক পৌরসভার মেয়াদ ৯০ দিন পার হয়ে যাবে। তখন আইনের ভায়োলেন্স সৃষ্টি হবে। নির্বাচন পেছালে নতুন ভোটার তালিকার ভোটারাও ভোট দিতে চাইবে। তাদের  ভোট না দিতে দিলে অনেকেই মামলা করতে পারে। এসব বাড়তি ঝামেলা এড়াতে নির্বাচন না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।এছাড়া নির্বাচনী  তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দাবি অনুযায়ী নির্বাচনী  আচরণ বিধি পরিবর্তন করে এমপিদের প্রচারণার সুযোগ দিলে সমালোচনার মুখে পড়বে ইসি। এজন্যও আগের বিধিই বহাল থাকছে। এইচএস/এসকেডি/পিআর

Advertisement