আইন-আদালত

১৪ দিনে নিম্ন আদালতে ২৪ হাজার ৫৯৪ আসামির জামিন

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ১৪ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়ালে ৪৫ হাজার ২২৭টি আবেদনের শুনানি নিয়ে ২৪ হাজার ৫৯৪ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন।

Advertisement

সোমবার (৩ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পরে ১৪ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৪৫ হাজার ২২৭টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ২৪ হাজার ৫৯৪ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া ২ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজা ৩০৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং এক হাজার ৭২১ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Advertisement

গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।

এফএইচ/এআরএ/জিকেএস