আন্তর্জাতিক

প্যারিসে মানবাধিকার কর্মী-পুলিশ সংঘর্ষ

কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় চুক্তির দাবিতে প্যারিসে আয়োজিত এক সমাবেশে বৈশ্বিক উষ্ণতা বিরোধী মানবাধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগের দিন রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার। ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সোমবার থেকে শুরু হওয়া জলবায়ু সম্মেলনের আগে যে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু মানবাধিকার কর্মীরা তা উপেক্ষা করেই রোববার ওই সমাবেশের ডাক দেয়। বিক্ষোভকারীরা সম্মেলনস্থলের কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এ সময় মানবাধিকার কর্মীরা কার্বন নিঃসরনের মাত্রা কমিয়ে অানতে বিশ্ব নেতাদেরকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সোমবার থেকে শুরু হওয়া প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের ১৫০টি দেশের প্রতিনিধিরা এখন ফ্রান্সে। এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় একটি চুক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।জলবায়ু চুক্তির দাবিতে সেন্ট্রাল প্যারিসে হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা প্যারিসের বাতাক্লঁ কনসার্ট হলের পাশে কয়েক হাজার জুতা রেখে মানববন্ধন করে। এই কনসার্ট হলে ১৩ নভেম্বর সন্ত্রাসী হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এর আগে শনিবার জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোর জন্য ন্যায্য চুক্তির দাবিতে চারটি পরিবেশবাদী সংগঠন এক পিটিশনে কমপক্ষে এক কোটি আশি লাখ স্বাক্ষর সংগ্রহ করে।এসআইএস/এমএস

Advertisement